Thus Spake Prashantada

Episode 2

                  1. প্রশান্তদাকে ফোন করলাম । বললেন কলেজ খুলে গেছে ,বিপরীত ঠান্ডা নেব্রাস্কাতে।, হাড় হিম হয়ে যাচ্ছে ।

                  2. বললাম ," ট্রাম্প তো এবার ভিসা নিয়ে ঝামেলা করবে শুনছি , আমাদের তথ্যপ্রযুক্তি শিল্প ভড়কে আছে , আপনারা কিছু বলুন।"

                  3. প্রশান্তদা বললেন ," আমরা এখন অর্থনৈতিক বৈষম্য নিয়ে গবেষণা করছি , ভারতে তথ্যপ্রযুক্তি শিল্প বৈষম্য সৃষ্টি করছে , ওরা সমাধান নয়, ওরা সমস্যা। "

                  4. প্রশান্তদা বললেন , " ফেরার পথে আমার পাশে একটা তিরিশ বছরের ছোকরা বসেছিল । ঘন ঘন আপেল ঘড়ি দেখছিলো , ছুটিতে গেছিলো আমালফি তটে , ভ্রমণ... করছে বিসনেস ক্লাস । ওদের জন্য তোরা অশ্রু বর্ষণ করছিস কেন রে ?"

                  5. "প্রশান্তদা, ওরা তো আমাদের ঘরের ছেলে , আপনার তো গর্ব হওয়া উচিত।"

                  6. "আরে আমি বিশ বছর ধরে নেব্রাস্কার শীতে জমে যাচ্ছি আর সেদিনের ছোকরা বললো পেন্সাকোলার দুগ্ধশুভ্র সমুদ্রতটে সস্তায় বাংলো কিনেছে , পাঁচ বছর বাদে বেচে দেশে ফিরে নিজের কোম্পানি করবে ।"

                  7. "ট্রাম্পের কি খবর ?"

                  8. "আর বলিস না ভাই , এসেই সিআইএ কে বলেছে কে কে আমার বিরুদ্ধে সমালোচনা করছে তার তালিকা বানাও । তাই আমি ঠিক করেছি কিছুদিন মৌনব্রত নিয়ে লাই লো করবো, ডিস্ক্রিশন ইস দা বেটার পার্ট অফ ভ্যালর। কামানের সামনে বুক পেতে দাঁড়ানো বীরত্ব নয় ,জাহাঁপনা । আর তোর তথ্যপ্রযুক্তি শিল্প কে বল একজন ভালো লৰিষ্ট নিয়োগ করতে, বুঝলি?"