হাওয়াইয়ের হাওয়া মোরগ

প্রশান্তদা খুব পান্ডেমিক বিচ্ছন্নকরণ বিষাদে ভুগছিলেন !

তাই তিনি মোলোখাই দ্বীপে বেড়াতে এসেছেন! এ বাবা ! মোলো খাই কোথায় জানেন না ? না না ওই কি যেন গান শ্যামল মিত্র গেয়েছিলেন : "আমি খেয়ে খেয়ে মরি সারাদিন, আজ ওই চোখে সাগরের নীল !" খেয়ে খেয়ে মোলো নাকি ?হুঁ হুঁ বাবা সাগরের নীল তো আলবৎ আছে ! প্রশান্ত সাগরের হাওয়াই দ্বীপপুঞ্জের একটি দ্বীপ মোলোখাই! হাওয়াইয়ান ভাষায় মোলোকাই মানে হলো উত্তাল সমুদ্র , বিশ্বাস না হয় গুগুল করে দেখুন !

প্রশান্তদার মেজোমামা থাকেন মোলোখাই দ্বীপে । কেন? ওই দ্বীপ হলো রোগের ডিপো -কলেরা , হুপিং কফ, কুষ্ঠ, গুটি বসন্ত -সব রোগীদের এখানে পাঠানো হতো ! প্রশান্তদার মেজো মামা ডাক্তার তপন সাপুই এখানে ডাক্তারি করেন ! এখন ডাক্তারিতে মন নেই - ভারতবর্ষের রাজনীতি আর আইন চর্চা নিয়ে মেতে থাকেন ! মাঝে মধ্যে ক্রিকেট দেখতে দেখতে অবশ্য বিরাট কোহলিকে পরামর্শ দেন কিভাবে হুক শট মারতে হয় !

জুম্ করতেই আমি ডাক্তার সাপুইয়ের পাল্লায় :"কি হে কে জিতবে মনে হচ্ছে?"

"আমার মনে হয় জো বাইডেন !"

" না না আমেরিকা নিয়ে নাক গলিও না, আমি বিহার নিয়ে বলছিলাম?"

"সেটা স্যার বলা মুশকিল , এন ডি টিভি না দেখে বলতে পারছি না !"

"কেন প্রন্নয় কি ভালো ফোরকাস্ট করে?"

"হ্যাঁ স্যার , উনি যা বলেন ঠিক উল্টোটি হয়, তাই উনি কি বলেছেন শুনলে বলতে পারবো !"

"আর ওই অকাল কুষ্মাণ্ডটি যে বিকট চেঁচায় -কি যেন নাম , কে যেন বলেছেল ,

কোথায় যেন শুনিছি ?"

"স্যার আপনি অর্ণব গোস্বামীর কথা বলছেন , ওনাকে তো পুলিশ আটক করেছে !"

"জানি জানি পুলিশ কাস্টডি !"

"না সার জুডিশিয়াল কাস্টডি !"

"ওই একই হলো !"

"স্যার আপনি ডাক্তারিতে মন দিন, আইনের আপনি কি জানেন স্যার ?"

" না ডাক্তার তো বটেই কিন্তু আমার মতো আইন স্বয়ং হরিশ সালভেও জানে না ! বিকট চিৎকার করা গর্ধভটাকে শব্দ দূষণের জন্য জেলে পোরা উচিত -কোনো বেল নয় ! দীপাবলি শ্রী ঘরে !!!"


"সার ,বাবু কা মর্জি মাফিক বেলহীন জেল ?"

"নিশ্চয়, প্রথমত: আত্মহত্যায় প্ররোচনা, দ্বিতীয়ত: শব্দ দূষণ, তৃতীয়তঃ ভাজপার ভজনা , চতুর্থ : TRP -বেলের কোনো চান্স নেই !"

" স্যার ! ভেবে দেখুন কোনো আইনজীবী এসে যদি ভাঙা হাড় জুড়তো অথবা কোনো কবি যদি হৃৎপিণ্ড বদল করতো কি ডেঞ্জারাস হতো !

স্যার আপনি আইনের উপদেশ দেবেন না -ডাক্তারি করুন ! কথায় বলে : খাচ্ছিলো তাঁতি তাঁত বুনে , কাল হলো এঁড়ে গরু কিনে !"

"শোনো তোমার মতো অকালপক্ক ছোঁড়া এমন চ্যাটাং চ্যাটাং কথা বললে আমি মানতে বাধ্য নই ! আমি বলে দিচ্ছি ওই গর্দভটা বেল পাবে না,আমার আইন পড়া আছে ,

তুমি কিস্যু জানো না আইনের !'

"স্যার অভয় দেন তো একটা কথা জিজ্ঞেস করি ?"

" আপনি যে হাওয়াই চপ্পলটা পরে আছেন ওটা কি জার্মান ?"

"কি আহাম্মক হে তুমি , হাওয়াই চপ্পলের জন্মই তো মোলোখাই দ্বীপে - হাওয়াই দ্বীপপুঞ্জে -জার্মানি কেন ! তবে কথা ঘুরিও না, গরুর স্বামী দাগা ষাঁড়টা জেলে পচবে , বেল পাবে না !'

"স্যার আপনি ডাক্তারি করুন, আইনের কচকচি আপনি বুঝবেন না !স্যার, হাওয়াইয়ান চটি পরে একটু সমুদ্রতটে ঘুরপাক খেয়ে আসুন ! আমেরিকায় বাইডেন জিতেছেন স্যার আপনি এবার হাওয়াই দ্বীপে বসে হাওয়া মোরগের মতো ভোল পাল্টান , ট্রাম্প সাহেব হেরে গেছেন !"

" ট্রাম্প ? বলো কি হে ? তাকে আবার কবে সমর্থন করেছিলাম মনে পড়ে না -আমি তো সেই ছোট্টবেলা থেকে বাইডেনের চেলা !"

"দাদা ব্রেকিং নিউজ বিহারে মহাগাঁট বন্ধন মায়ের ভোগে গেছে ! আপনার আইন জ্ঞান নিয়ে বেশি বড়াই করবেন না -সুপ্রিম কোর্ট অর্ণব গোস্বামীকে বেল দিয়েছে !"