প্রশান্তদা উবাচ : গুয়াদালাহারা থেকে বলছি
" আমি গুয়াদালাহারা থেকে প্রশান্তদা বলছি রে ! কেমন আছিস?"
"সে আবার কোথায় ?"
"তুই ভূগোলে কাঁচাই থেকে গেলি ! মেখিকো,মেখিকো! তোরা যাকে মেক্সিকো বলিস!"...
"ওহ তাই বোলো , ওখানে কি করছো ?'
"ব্যাপক গবেষণা , গুয়াদালাহারা হলো সদ্যজাত উদ্যোগ মানে স্টার্ট-আপের আঁতুর ঘর , এ দেশের সিলিকন উপত্যকার মতো ! নেব্রাস্কা আর গুয়াদালাহারা এই দুই বিশ্ববিদ্যালয় মিলে গবেষণা করবে !"
"এই মুহর্তে কি করছো?"
"এই মুহূর্তে বিপরীত গরম। তেত্রিশ ডিগ্রি সেলসিয়াস , প্রায় কলকাতা , অতএব দোস একিস সারভেজা সেবন চলছে !"
"ওখানেও সরভাজা পাওয়া যায় ?"
"না রে বোকা , সারভেজা মানে বিয়ার , একটু Zanti পারো নার মতো আর ওটা বিখ্যাত বিয়ার : দোস মানে দুই আর একিস মানে X অর্থাৎ কিনা ডবল এক্স!"
"খালি পেটে ভর দুকুরে বিয়ার ?"
"নারে , তার সঙ্গে বীফ চিমিচাঙ্গা , বেশ ঝাল চিপোটল লঙ্কা দিয়ে রেঁধেছে ! জানিস তো ভারতবর্ষে লঙ্কা ছিল না , এইসব দেশ থেকেই গেছে !"
"তুমি বাউনের ছেলে গো মাংস খাচ্ছো , রামশ্চন্দ্র !"
"বিদেশী গরু খেলে জাত যায় না , সুকুমার রায় তো বলেই গেছেন-ট্যাঁশ গরু, গরু নয় ,আসলেতে পাখি সে ! তাছাড়া কঠোপনিষদের ১৩ নং পরিচ্ছদের দশ নং পঙতিতে বিধান আছে !"
"দেখাতে পারবে ?"
"ও কায়দাটা শিখেছি জাকির নায়েকের কাছে , যে বড়দার ঢাউস কোট আর ছোট ভাইয়ের খাটো পাৎলুন পরে আর আন সান কোটেশন ঝাড়ে !"
"এদিকে তো আপের হাতে হ্যারিকেন , শুনেছ ?"
"শুনলাম নাকি মোদীজি ভোট যন্ত্র গুলো হ্যাক করেছে ?"
" আম আদমির আম দশেরি থেকে ল্যাংড়া হয়েছিল এখন বোম্বাইয়ের হাপুস হয়ে কান্না কাটি করছে , কেজরিওয়ালজি বলেছেন আমাদের আত্মসমীক্ষা করতে হবে !"
"আর নতুন কি ?'
"শুনছি মিছিল বেরুবে , কামচত্কার চামচিকে নিধন আর লখনৌয়ের তুণ্ডে কাবাবের ব্যাপারটা পাবলিক আর খাচ্ছে না , তাই ট্রাম্পের সরকারের আগ্রাসী নীতির বিরুদ্ধে শহীদ মিনারে জনসভা হবে! হ্যাঁ, আমাদের মথিত, নিপীড়িত , নির্যাতিতদের নেতা কমরেড কিম জং উনকে অপমান, আমরা দেখে নেবো!"
"তোরা খামোখা একটা নিরীহ লোক ট্রাম্পের পেছনে লাগছিস , উনি তো জানেনই না পিয়ং ইয়াং কোথায় ! তোদের নেতারা জানেন তো ?"
"আলবৎ , সীতারামজী তো কিমের সঙ্গে হাত মিলিয়ে এসেছেন, বলেছেন অনীয়ং হাসেও হাঙ্গুল ভাষায় তার মানে ভালো আছেন তো এবং কমরেড কিম বলেছেন দরকার হলে আমেরিকাকে উড়িয়ে দেব, চালাকি পায়া হায় , হুঁ হুঁ বাবা আমরা ইরাক নই !"
"কলকাতায় নাকি পর পর গাড়ির দুর্ঘটনায় মানুষ মারা যাচ্ছেন , কি হচ্ছেটা কি ?"
"আমাদের অভিনেত্রী ঋতুপর্ণা আসল কারণ খুঁজে পেয়েছেন ! উনি বলেছেন খুব কাক ভোরে আর মাঝ রাত্তিরে অসম্ভব জোরে উল্টো দিক থেকে গাড়ি আসে, তাই পুলিশ যেন খেয়াল রাখে! কে বা কারা এই চক্রান্তে লিপ্ত?
"মোদীজি নাকি লাল বাতি তুলে দিলো ,আবার হুটার নিষিদ্ধ , লোকে কি করবে বলতো , আমিও শান্তিনিকেতন যাই নীল বাতি জ্বালিয়ে তাও গেলো এবার!"
"চিন্তা করো না , জাতীয় পতাকা লাগিয়ে পুলিশের গাড়ি নিয়ে এবার দাপিয়ে বেড়িয়ো , জাতীয় পতাকা তো নিষিদ্ধ করতে পারবে না ?"
" আর ওই কেসটার কি হলো , ফোনে বলছি না !"
"শোনা যাচ্ছে ভুবনেশ্বরে একটা যৌথ উদ্যোগে হাসপাতাল হচ্ছে !"
"ওসব কথা থাক , এখন রাখি , বুঝলি ।"