ডাকব্যাক এবং প্রশান্তদা
প্রশান্তদা বললেন : "হবেই তো , আরো যুদ্ধ জাহাজ কেনো , সর্দার প্যাটেল আর শিবাজীর মূর্তি বানাও , অযোধ্যায় রামমন্দির বানাও ।
ঈশ্বর ক্ষিপ্ত -তোদের সর্বনাশ হবে !"
"এখন কি হবে তাহলে ?"
"আরো জয় শ্রীরাম বলো -করনা ল্যাজ গুটিয়ে পালাবে ! "
"তাহলে আমার স্বাস্থ্য সাথীকার্ড আর কাজে লাগবে না ?"
"আরে বাবা স্বাস্থ্য তো মোদির দপ্তর , রবীন্দ্রনাথের মতো দাড়ি রাখলেই হবে ?"
"কিন্তু স্বাস্থ্য তো রাজ্যের এখতিয়ার, সংবিধানের সপ্তম অনুসূচিতে ছাপার অক্ষরে স্পষ্ট লেখা আছে , পড়ে দেখো !"
" ওসব মোদীভক্তদের অপপ্রচার, আমি বিশ্বাস করি না -যত সব অঘটন সব হচ্ছে ওই ফেকুটার পাপে -বোম্বাইয়ে হাসপাতালে আগুন ফেকুর জন্যে। আম্ফান ফেকুর জন্যে, মদনদার করোনার জন্যে মোদী দায়ী !"
"এই এটা একটু বাড়াবাড়ি হলো না !"
" না হলো না ! আমরা তো বলেই ছিলাম আট দফায় নির্বাচন করো ! মোদী করলো না কেন ? তাই তো মদনদা -----"
"সে তো নির্বাচন কমিশন ----
"আর হাসাস না , নির্বাচন কমিশন তো মোদির হাতের পুতুলনাচের পুতলি ! ন্যাকা সাজিস না !
মার্চেই লকডাউন করে এপ্রিল মাসের মধ্যে ১৩৮ কোটি লোককে ভ্যাকসিনের ব্যবস্থা করা উচিত ছিল ।"
"সেটা কি সম্ভব না কি ?"
"আমেরিকাকে দেখে শিক্ষা নাও- বাইডেন তো প্রায় গোটা দেশকেই ভ্যাকসিন দিয়ে ফেলেছে !"
"তাই বুঝি ?'
" মোদির জন্যই তো এই অবস্থা , নাসা স্যাটেলাইট দিয়ে ছবি তুলেছে , মাঠে দাউ দাউ করে চিতা জ্বলছে , অক্সিজেনের অভাবে রোজ লক্ষ লক্ষ মানুষ মারা যাচ্ছে , ভারতীয় হিসেবে নেব্রাস্কার কোনো ককটেলে মুখ দেখতে পারছি না -তোরা কি করে এই হারামজাদাটাকে সহ্য করছিস !"
"আচ্ছা তুমি পরিসংখ্যানে বিশ্বাস করো ?"
"না মোদির সব ফিগার বোগাস !"
"আচ্ছা ঠিক আছে । জন্স হপকিন্স বিশ্ববিদ্যালয় তোমার ছেঁদো কলেজের থেকে বিখ্যাত না কি ?"
"তারা আবার কি বললো ?"
"ঠিক বলে নি, প্রকাশ করেছে । সেটা পড়ে মনে হলো তোমার অত আমেরিকা নিয়ে গলাবাজি করা সাজে না !
আচ্ছা তুমি তো মানবে আমাদের জনসংখ্যা ১৩৮ কোটি এবং মার্কিন যুক্তরাষ্ট্রের জনসংখ্যা ৩২ কোটি । তাহলে আমাদের জনসংখ্যা তোমাদের সোয়া চারগুন ! এই অবধি কোনো মতপার্থক্য নেই ?"
"না নেই ।"
"আচ্ছা , জন্স হপকিন্স বিশ্ববিদ্যালয় করোনা কেন্দ্রের আজকের পরিসখ্যান বলছে সারা পৃথিবীতে করোনাতে মারা গেছেন ৩০,৮৭, ০৪৬ মানুষ। এঁদের মধ্যে আমেরিকায় মৃত্যুবরণ করেছেন ৫,৭১,১৯৯ আর ভারতবর্ষে ১,৮৯, ৫৪৪ ! জনসংখ্যার অনুপাতে আমেরিকার সঙ্গে তুলনা করলে ভারতবর্ষের মৃত্যুসংখ্যা ২৪,৫৬, ১৫৫ ছুঁলে তবেই আমেরিকার সমান হবে -আর তা---- আলহামদুলিল্লা কোনদিন হবে না ! কেননা আমাদের ভ্যাক্সিনেশন জোর কদমে চলছে -এতএব তোমার এতো বারফাট্টাই কিসের -আমাদের আমাদের মতো লড়তে দাও !"
" আমাদের দেশের জন প্রাণ কাঁদবেনা ? আমরা কি দেশপ্রেমিক নই ?"
"পুট ইওর মানি হোয়ের ইওর মাউথ ইজ ! একটা ডলার দান করেছো ?"
"আমি চোরেদের একটি টাকাও দেব না !"
"আরে ভাই রামকৃষ্ণ মিশন বা ভারত সেবাশ্রম সংঘ তো চোর নয়, সেখানে দুটো ক্লিক করে অনলাইন টাকা পাঠানো যায়। করেছো ?"
"কেন আমি থাকি না দেশে আমি কেন টাকা দেব ?"
" তুমি কেবল সরকারের পিন্ডি চটকাবে আর বড় বড় বাকতাল্লা মারবে -"রসাতলে গেলো দেশ।, ফেকুটা সর্বনাশ" করে দিলো বলবে !
আর টাকা দিতে হলেই দাঁত কপাটি ?
তোমার মামা তপন সাঁপুই বলেছিলেন -খুব বৃষ্টি পড়লে প্রশান্তকে সঙ্গে নিবি , ছাতা লাগবে না ! আমি অবাক হয়ে বলেছিলাম -কি রকম ?
উনি বললেন : ও জাস্ট ওয়াটারপ্রুফ হাতদুটো পেতে দেবে - ওর হাত দিয়ে জল গলে না !"