Thus Spake Prasantada -1

বাঙালি অর্থনীতিবিদরা ডোনাল্ড ট্রাম্প নিয়ে কিছু বলছেন না দেখে আমি প্রশান্তদার কাছেই গেলুম ।

প্রশান্তদা নেব্রাস্কার কোনো নাম না জানা কলেজে পড়ান আর বাংলা কবিতা লেখ...েন।

শীতের ছুটিতে এসেছেন, সল্ট লেকে আছেন ।

আমি ভূমিকা না করেই জিজ্ঞেস করলাম ," আমেরিকার খবর কি গো?"

প্রশান্তদা শান্ত কণ্ঠে বললেন, " তোদের দেশে মোদির মাথাটা গেছে । তোরা কি শুরু করেছিস , আমি কি বিবেকানন্দ পারকে গিয়ে পেটিএম দিয়ে ফুচকা খাবো ?এবার তো গ্রামে বিপ্লব হবে , শাসকদলের মুনডু নিয়ে সবাই গেন্দুয়া খেলবে ।"

আমি বললাম , "তোমার কাছেই এলাম ডোনাল্ড ট্রাম্পের কথা শুনতে । উনি কি চীনাদের সঙ্গে যুদ্ধ বাধাবেন ?"

উনি বললেন , " তোরা তো চিট ফান্ডের ধাক্কায় গোটা রাজ্যকে দেউলিয়া করে দিয়েছিস , তোরা কি করছিস দেশটাকে নিয়ে?"

আমি বললাম ," তুমি তো এদেশে থাকো না , থাকো নেব্রাস্কাতে , একটু সে দেশের কথা শুনি ।"

প্রশান্তদা বললেন ," বুঝেছিস উপেন , এ দেশের সঙ্গে আমার নাড়ির টান , শয়নে স্বপনে জাগরণে শুধু দেশের কথাই ভাবি । শুধু দেহটা ওখানে , মন সেই এখানেই ।"

"একটু ট্রাম্পোনোমিক্স বস্তুটা বোঝাবে ?"

"শোন যদি বলিস তোকে আমি ফ্রাঁসোয়া ট্রুফোর "তীরে সুর লে পিয়ানিস্তের " চিত্রনাট্য বোঝাতে পারি, লোরকার কবিতা পড়ে শোনাতে পারি, কুবা লিব্রে বানাতে পারি -এই ট্রাম্প। ট্রাম্প করিসনা ! বেশ আছি নেব্রাস্কায় সুখে শান্তিতে , ট্রাম্প নিয়ে সমালোচনা করার মধ্যে ঝুঁকি আছে , তার থেকে আলোয়ান জড়িয়ে লুচি আর খেজুর গুড় খেতে খেতে চন্দ্রবিন্দুর গান শুনি আর দেশের নেতা এবং নেত্রীর সপিন্ডকরণ করি । আচ্ছা এই সিন্ডিকেট জিনিসটা কি রে? একটু গেম থিওরী প্রয়োগ করে বোঝা তো!"