Thus spake Prasantada-4

                  1. আমার কর্মজীবনের গুরু আমাকে একটি গল্প বলেছিলেন, সেটি কথামৃতের মতো মনে রেখেছি :

                  2. শোন, ভুল সবাই করে, ভুল স্বীকারের মধ্যে কোনো গ্লানি নেই !

                  3. ধর তুই শৌচকর্ম না করে পুজোর ঘরে ঢুকে পড়েছিস আর ঠাকুমা তোকে হাতে নাতে ধরে ফেলেছেন !

                1. ...

                  1. প্রথমেই বলবি ," ঠাম্মা , মাফ করুন আমার ভুল হয়েছে !"

                  2. অনেক পরে ঠাকুমার মাথা ঠান্ডা হলে বলবি , " কি করবো ঠাম্মা, পাগলা কুকুরে তাড়া করেছিল যে , আগে বলবি না ।"