Untitled Post

Post date: Mar 30, 2020 7:27:29 AM

করোনা ধারায় এসো : প্রশান্তদা উবাচ

মধ্য রাত্রে নেব্রাস্কা থেকে ফোন : কেমন আছিস ?

তোমরা কেমন, পোশান্তদা ?

তুই আমাকে পোশান্তদা বলছিস কেন ?

পশ্চিম বাংলায় "পি" র পরে "আর" সাইলেন্ট হয় !

তা তোদের দিল্লির গর্দভ আচার্যটা কি করছে ? থালা বাজিয়ে করোনা দূর , যত আজগুবি কান্ড !

আর তোমাদের শিকাগোর থালাইভা রাঘুদা কি বলে ? ইলিনয়ের গভর্ণর কিংবা রাষ্ট্রপতিকে কোনো শলাপরামর্শ দিলো? আমেরিকায় কোরোনার প্রকোপ কমছে কি ?

আর ওই মোটাভাই নাকি আত্মগোপন করে আছে ? ওনাকে কি কবিড ১৯ ধরলো ?

আমি ঠিক জানি না,তবে তোমার বই লেখা কত দূর এগোলো : ইন্ডিয়া আফটার মোদী ?

এখন বইয়ের বাজার মন্দ যাচ্ছে। তাছাড়া ব্যাটা যে জিতে যাবে বুঝিনি , তবে একদিন না একদিন ওকে তো যেতেই হবে , তাই শেষের কবিতার দার্শনিকের মতো পাগড়ী চোরের জন্য গোরস্থানে অপেক্ষা করবো!

আর বোস্টন ব্রাহ্মণের কোনো নতুন শলা আছে ?

আছে বৈকি তাজ, হায়াৎ, ম্যারিয়ট -ভারতের সব পাঁচ তারা হোটেলকে গরিবদের বাসস্থানে পরিণত করতে হবে!

আপনি আচরি ধর্ম ! আগে কয়েকজন কৃষ্ণবর্ণ গৃহহীন মানুষকে নিজের ঘরে আশ্রয় দিন, তারপর এই বাকতাল্লা শুনবো !

তোদের দেশে গরিব মানুষ না খেয়ে মারা যাবে গর্দভটার জন্য !

আমি সান ফ্রান্সিকোর মতো ঝাঁ চক চকে শহরে দেখেছি হাজার হাজার গৃহহীন! ওখানের বিত্তবানরে সে নিয়ে মাথাই ঘামায় না !

ভারত তো দরিদ্র দেশ, কোনো মতে টিকে আছে !

না না করোনা নিয়ে নয় ছয় হচ্ছে, জানুয়ারী মাসে কার্ফু করে আর্মি নামাতে হতো ! দেরি হয়ে গেছে !

প্রশান্তদা, ভালো থাকো, তোমার ঘর সামলাও , জ্ঞান দেবার সময় অনেক পাবে , এ মহামারী তোমার দেশকেও ছাড়বে না, অতএব সাধু সাবধান !