গণতন্ত্রের উঠছে নাভিশ্বাস
উন্নয়ন দাঁড়িয়ে আছে হাতে নিয়ে বাঁশ
প্রশান্ত উবাচ-23
এবার সরাসরি স্কাইপ , সশরীরে প্রশান্তদা ।
“ যাক তুই তাহলে স্কাইপ করিস? ভাবছিলাম কলকাতায় ব্রডব্যান্ড আছে তো? “
“ বাবা আমরা হোয়াটস্যাপ করে নির্বাচনের মনোময়ন দাখিল করছি, কোথায় আছো মামা? আবার মহামান্য কলকাতা আদালত বলেছেন আলবাত হবে ।“
‘জাব্বাবা , হোয়াটস আপ করে তালাক হচ্ছিলো, আবার মনোনয়ন , এবার শুনবো বৈদ্যুতিন মাধ্যমে নির্বাচন হচ্ছে , তা হোয়াই হোয়াটস আপ ?”
‘ আমরা একটা জীবন সুরক্ষার পোগ্রাম করছি , কি করে নিরাপদে গাড়ি চালাতে হয়, হাত পা মাথা না ভেঙে মনোনয়ন পত্র পেশ করতে হয়, হেলমেট আর বর্ম পরে ভোট দিতে যেতে হয়, স্কুটার আর মোটর সাইকেল চালাতে গেলে খুলি কি করে বাঁচাতে হয় এইসব আরকি ।“
‘ এই তুই ফেসবুকে কি সব জঞ্জাল লিখছিস , ওই তালেবর লোকটা কৌশিককে গালমন্দ করেছে , আর তুই সেটা লিখে দিলি ?”
‘শোনো প্রশান্তদা মায়ের থেকে মাসীর দরদ বেশি হয় না, কৌশিক আর আমি একসঙ্গে পড়েছি , তুমি ওর চামচা , এই তফাৎ ! আর ওর নাম তালেব , অনেকগুলো বই লিখেছে, অংকশাস্ত্রের ছাত্র , শেয়ার বাজারের তুখোড় খেলোয়াড় , এখন আবার অধ্যাপক হিসেবে
তোমার থেকে বেশি নাম , বইটা না পড়ে কি লিখবো ?
বইটা পড়ছি যথা সময়ে লিখবো যেমন অদ্রে ত্রুশকের বইটা নিয়ে লিখেছি । ‘
“ ভেঙ্কাইয়া যা করলো ছি ছি , সোমনাথদা তো বলছেন পুরোপুরি ভুল ।‘
‘এতো দেখছি ভূতের মুখে সীতারাম । তোমাদের পলিটবুড়ো ওনাকে সর্বসম্মতিক্রমে কংগ্রেসের পক্ষ নেয়ার জন্য দল থেকে বহিস্কার করলো আর উনি হলেন গুরুঠাকুর?’
‘ না না ক্যারাট তাড়িয়েছিলো ।’
“ সেকি আমি নিজের চোখে ছাপার অক্ষরে দেখেছি বিমানদা আর বুদ্ধবাবুর সমর্থন। বললেই হলো?‘
‘যাক ভেঙ্কাইয়া বেআইনি কাজ করেছে ।“
‘ ঘোর কলিকাল, ছাগল চাটছে বাঘের গাল । ডাক্তাররা চিকিৎসা ছেড়ে মোক্তার হয়ে গেছে ফেসবুকে , প্রযুক্তিবিদরা আইনের যুক্তি জাল বুনতে ব্যস্ত , অর্থনীতিবিদরা আইনের অনর্থ করছে , উকিলদের বেকার হওয়া ছাড়া গতি নেই ।”
‘ তুই এতো বক বক করছিস , তুই আইন জানলি কি করে ?’
“এইতো তোমার কিস্তি পড়লো কাকা , তিন বছর পড়াশোনা করে ,আমার আইনে একটা ফার্স্ট ক্লাস ডিগ্রী আছে | অতএব একটু আধটু জানি বৈকি।“