প্রশান্তদা উবাচ -৬ :চিৎ বাজনা
ভোর হতে না হতেই প্রশতদার ফোন ," ওরে, হেসে বাঁচিনা তোরা একটা গেরুয়াধারী সাধুকে উত্তর প্রদেশের মুখ্যমন্ত্রী বানিয়ে ছাড়লি ?"
"আমরা বানাবার কে প্রশান্তদা , যে দল জিতেছে ওই রাজ্যে, তারাই বানিয়েছে !"
" জয় বাবা আদিত্যনাথ নাকি রেবানের সানগ্লাস পরে ঘুরে বেড়ায়, নাকি তিনটে গাড়িও আছে!"
"শুনেছ তো উচ্চ আদালত রায় দিয়েছে , নারদ কেলেঙ্কারি নিয়ে সিবিআই তদন্ত হবে , ঘুষ নেয়ার ভিডিওগুলো নাকি সাজানো নয় ।"
"তোকে বলেছি না, সিআইডি আমার ফোন ট্যাপ করে ! আমাকে তোরা কি শীতে শান্তিনিকেতন যেতে দিবি না ? তাছাড়া দিদি তো জনতার আদালতে রায় পেয়ে গেছে , পুরোনো কাসুন্ধি ঘেঁটে কি লাভ বল ?"
" ভোটে জিতলে বুঝি সাত খুন মাফ ? কোথায় আইন পড়েছেন দাদা ? আর নির্বাচনে হারলে বুঝি বিনা বিচারে হাজত?"
" মোদী কি করে জিতলো এটা আমেরিকায় বুঝতে পারা যাচ্ছে না । আমরা যে সমস্ত মডেল বানিয়েছিলাম সেগুলোতে এসব মিলছে না ! আমার বলেছিলাম মুদ্রানবীকরণ হলে অর্থনীতি ধসে যাবে , কিন্তু সরকার বলছে যায়নি , সেটা না হয় হিসেবের কারচুপি বলা যেতে পারে , কিন্তু নির্বাচনটা কি ভোটের বাক্সে বৈজ্ঞানিক রিগ্গিং হলো?"
" দাদা, সেটা রাহুল গান্ধীজিও বলছেন না , তুমি অন্য একটা চিৎ বাজনা বাজাও ।"
"সেটা আবার কি রে ?"
"এক ঢাকি ঢাক বাজাতে বাজাতে পা হড়কে পড়ে গেলো। কিন্তু সে তো আর হার মানার পাত্র নয় , শুয়ে শুয়ে ঢাক বাজালো আর বললো এটা চিৎ বাদ্য ! ট্রাম্প সাহেবকে নিয়ে এতো সন্নাটা কেন দাদা , দেয়াল উঠছে ?"
"তুই আমায় দেশ ছাড়া করবি , বলেছি না এফবিআই আমার ফোন আড়ি পাতে আর তুই কি চাস আমি তোর মনোরঞ্জনের জন্য ট্রাম্পের সপিন্ডকরণ করবো, তাও আবার টেলিফোনে ? যা ময়দানে দৌড়োতে !"