" কি রে দেখলাম বেশ গন্ডগোল হচ্ছে দার্জিলিঙে !"
"তেমন কিছু নয় , একটু গাড়ি পুড়িয়েছে আর সরকারি সম্পত্তি ধ্বংস করেছে , বন্ধে আগে যেমন হতো !"
" ওই যে ওই নেতা, কি যেন নাম, আক্কেল মিসিং , তিনি কি করছেন?"
" প্রশান্তদা তাঁর নাম ছিল সুভাষ ঘিসিং , তিনি এখন অনেক দূরে , এসবের উর্দ্ধে !"
"হ্যাঁ, হ্যাঁ নতুন নেতার নাম তো আক্কেল গুড়ুম তাই না?"
"না, না ওনার নাম বিমল গুরুং ! উনি আন্দোলনের নেতৃত্ব দিচ্ছেন !"
"কেন ? নেপালিরা বাংলা শিখবে নাই বা কেন ?"
"শোনো প্রশান্তদা ,ওঁরা নেপালি নন, ওঁরা ভারতীয় গোর্খা , তুমি কি বাংলাদেশি ?"
"গোর্খা? মানে গোরক্ষা মানে তো ওরা ভাজপা তাই না ? এতদিন তো ওরা হাসছিলো , এখন কাঁদছে কেন ?"
"প্রশান্তদা, কানেস্তারা বদল হয়ে গেছে ?"
"এই উপেন তুই কি আজকাল দিন দুপুরে ছিলিম টেনে ধুনকি করছিস নাকি?"
"না রে বাবা , আগে লাফিং গ্যাস থাকতো ক্যানেস্তারায় , এখন পুলিশ কাঁদুনে গ্যাস প্রয়োগ করেছে , তারপর লাঠি তারপর সৈন্যবাহিনীর রুট মার্চ , আর রসিকতা নয় ভাই যে হাসবে !"
"হ্যাঁ গোর্খারা এমনিতেই রামগরুড়ের ছানা , তা বাংলা শিখবে
না কেন ?'
"তুমি যদি কাল গিয়ে তীর্থপতি আর জগবন্ধুর ছাত্রদের বলো -এই তোদের ব্রজভাষা কিংবা ভুটানি জংখা শিখতে হবে ----বাধ্যতামূলক ভাবে , তাহলে কি বাঙালি ছাত্ররা আনন্দে বৈষ্ণব পদাবলী পাঠ করবে না তোমায় ছাতা নিয়ে তাড়া করবে ?"
"অরুন শৌরি আমাদের মিডিয়াকে উত্তর কোরিয়ার সঙ্গে তুলনা করেছেন ?"